• ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় আদালতের মাধ্যমে বুঝে দেয়া দখল জমি দেড় বছর পর আবার জবর দখলের চেষ্টা 


প্রকাশের সময় : জুন ২১, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন / ১০০
খুলনার পাইকগাছায় আদালতের মাধ্যমে বুঝে দেয়া দখল জমি দেড় বছর পর আবার জবর দখলের চেষ্টা 

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় আদালতের মাধ্যমে ঢোল সহরত বাজিয়ে দখল বুঝে দিলেও দেড় বছর পর আবারও সেই জমি দখলের চেষ্টাকালে নানাভাবে ক্ষয়ক্ষতি করায় থানায় অভিযোগ হয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, পাইকগাছা সিনিয়র সহকারী জজ কোর্ট দেওয়ানী জারি ২৮/২০২৩ নং মামলায় আদালত কর্তৃক ২৯/১১/২০২৩ সালে ঢোল সহরতে লাল ফ্লাগ পুতে উত্তম ঢালীর  দখল বুঝে দেয়। আদালতের সে আদেশ উপেক্ষা করে ১৮ মাস পরে উত্তম ঢালীর সেই জমি বৃহস্পতিবার সকালে জবর দখলের চেষ্টা করা হয়।

উপজেলার ভিলেজ পাইকগাছার খড়িয়ার হাসেম ঢালী ও প্রহল্লাদ মন্ডল পেশি শক্তি খাটিয়ে বহিরাগত লোকজন নিয়ে জোর পূর্বক উক্ত জমি দখল করতে গেলে এলাকাবাসীর তাড়া খেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে উত্তম ঢালী বাদী হয়ে আইছার সহ ১৪ জনের নাম উল্লেখ পুর্বক অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে সেনাক্যাম্প ও থানায় অভিযোগ করেছেন।
এ দিকে উভয় পক্ষকে নিয়ে শুক্রবার বিকেলে থানায় বসাবসির পর যে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার নির্দেশ দেন এসআই আইয়ুব আলী।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ বলেন, আমি এই থানায় নতুন এসেছি, যদি অভিযোগ দেয়া থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।