• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

কক্সবাজারের বাহারছড়ায় ডিএনসির অভিনব কায়দায় ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই


প্রকাশের সময় : মার্চ ১, ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন / ১০০
কক্সবাজারের বাহারছড়ায় ডিএনসির অভিনব কায়দায় ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফের শামলাপুর লামার বাজার স্থানে ৫০ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।

ডিএনসি ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, ডিএনসি সদস্যদের একজন মাদকদ্রব্য (ইয়াবা) ক্রয়ের ক্রেতা সেজে শামলাপুর লামার বাজারে অবস্থান করছিল।

মঙ্গলবার দুপুরে বেলা মাদকদ্রব্য ইয়াবা চালান ক্রেতাকে বুঝিয়ে দিতে বস্তায় মুড়ানো ৫ কার্ড বা ৫০ হাজার পিস ইয়াবাসহ নিয়ে আসে। ইয়াবা কারবারিদের চারপাশ দিয়ে ঘিরে গ্রেফতার করতে সক্ষম হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার শাখার একটি অভিযানিক দল।
মাদক কারবারি আচারবনিয়া আমির হোসেনের ছেলে মো. হাসান (৩৫) ও আব্দুল গফুরের ছেলে জসিম উদ্দিন খোকন( ৩৬) কে ইয়াবাসহ আটক করা হয়।

কক্সবাজার ডিএনসির এসআই কামরুজ্জামান তাদের ৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।