• ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

আওয়ামী লীগের দোসরদের মিথ্যা মামলা, হয়রানি থেকে বাঁচার আকুতি ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন / ১৮৭
আওয়ামী লীগের দোসরদের মিথ্যা মামলা, হয়রানি থেকে বাঁচার আকুতি ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

এম রোমানিয়া, খুলনাঃ ২০ জুলাই সোমবার খোলা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলানায়তনে বেলা বারোটায় ২৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহিন আহসান আওয়ামী লীগের দোষ ওদের মিথ্যা মামলা হয়রানি থেকে বাঁচার আকুতি ও ন্যায়বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন খুলনার আদালতে অবসরপ্রাপ্ত পেশকার নগরীর সোনাডাঙ্গা থানার ১/২ নবীনগর এলাকার আওয়ামী লীগের দোসর মো: সরোয়ার হোসেন, তাঁর ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের বঙ্গবন্ধু কলেজের সাবেক নেতা মো: ইমারান খান ফ্যাসিস্ট শাসনামল থেকে আমার বিরুদ্ধে মামলা, হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। সরোয়ার হোসেন আমার নিজ বোনের স্বামী ও ইমরান খান আমার ভাগ্নে হলেও তাদের হাত থেকে আমি নিস্তার পাইনি। তারা শেখ পরিবারের প্রভাব খাটিয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আমার বোনের মৃত্যুকে হত্যা বলে হয়রানি করছে।

দীর্ঘদিন ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত সাহানা পারভীন লিলি (৫২) এর চিকিৎসা করাতে গিয়ে আমার পৈত্রিক জমি-জমা বিক্রি করে নিঃস্ব হয়ে গেছি। দেশে-বিদেশে এই মরণঘাতি রোগের সুচিকিৎসার জন্য দীর্ঘ সময় বোনকে নিয়ে ছুটে বেড়িয়েছি। কিন্তু আমার বোনের স্বামী ফ্যাসিবাদের আজ্ঞাবহ হয়ে রাজনৈতিক ফায়দার জন্য আমার ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথমে বোনকে পয়জনিং করে হত্যা ও পরে ডাকাতি-লুটপাট-হামলার অভিযোগে মামলা দিয়ে হয়রানি করছে। শুধু তাই নয়, সরোয়ার হোসেন এখন আদালতে প্রভাব বিস্তার করে আদালত ও প্রশাসনকে ব্যবহার করছে। এমন অবস্থায় আমাদের পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকা দুস্কর হয়ে পড়েছে। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী দোসররা নতুনভাবে আর্বিভূত হয়েছে। জানিনা এ থেকে কিভাবে বাঁচবো। সাংবাদিক জাতি বিবেক তাইতো নিরুপায় হয়ে প্রশাসন এবং সাংবাদিকদের সহযোগিতা পাবার আশায় এবং আমার নিঃস্ব পরিবার-পরিজন নিয়ে বাঁচার আশায় আমি বলতে চাই আমি আমার অসহায় পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চাই।